Search Suggest

Automatic non woven bag making machine আটোমেটিক টিস্যু বেগের মেশিন

Automatic non woven bag making machine আটোমেটিক টিস্যু বেগের মেশিন
Color :
Size :

আসসালামু আলাইকুম

আমাদের এই মেশিনের নাম Automatic non woven bag making machine বা আটোমেটিক নন ওভেন টিস্যু বেগ তৈরির মেশিন। এই মেশিনে সাধারনত শপিং বেগ তৈরি করা হয়। যেমন


আমাদের এই মেশিনের মোট ৫টি পার্ট থাকে।

  • কমপ্রেসার ২০০ লিটার
  • মেইন কন্ট্রোলার PLC
  • অটোমেটিক কলার সিলিং মেশিন
  • অটোমেটিক ফোল্ডার মেশিন
  • অটোমেটিক কাটার মেশিন মেশিন
কমপ্রেসার ২০০ লিটারঃ আমাদের এই মেশিনে কিছু হাইড্রলিক পিস্টন থাকে কাপরের টেনশন ঠিক রাখার জন্য। সেই পিস্টনে বাতাস দেয়ার জন্য একটি ২০০ লিটারের কম্প্রেসার লাগে।

মেইন কন্ট্রোলারঃ এই কন্ট্রলার দিয়েই মেশিনের সকল পার্ট কন্ট্রোল করে নির্ধারিত সাইজের বেগ তৈরি করতে পারবেন। এক কথায় এটার সাহায্যে সম্পুর্ন মেশিন কন্ট্রোল করা হয়।

অটোমেটিক কলার সিলিং মেশিনঃ এই মেশিনের মাধ্যমে বেগের উপরের কলারের সিলিং করা হয়। এই মেশিন একসাথেই ২ পার্ট সিলিং করে ফেলে।

অটোমেটিক কলার সিলিং মেশিনঃ এই মেশিনের সাহায্যে বেগের কাপর বাছ হয়ে বেগের সেইপ নেয়।

অটোমেটিক কাটার মেশিন মেশিনঃ এই মেশিনে বেগ কতটুকু বড় বা ছোটো সাইজের হবে সেই অনুযায়ী বেগ কাটিং হয়। এছারা এই মেশিনের অটো ডি কাট হয়। বেগের সকল কাটা ছেরা এই মেশিনের কাজ।

আমাদের এই মেশিনে সাধারনত ডি কাটিং বেগ তৈরি হয়। তবে আপনি চাইলেডি কাটিং অন অফ করে বেগ তৈরি করতে পারবেন। ডি কাট  অফ করে বেগ তৈরি করলে আলাদা হেন্ডেল সিলিং করার মাধ্যমে হেন্ডেল দিলিং বেগ তৈরি করতে পারবেন। অর্থাৎ এই মেশিনে সাধারণত ডি কাটিং বেগ অটো তৈরি করতে পারবেন। যদি হেন্ডেল বেগ তৈরি করতে চান সেই ক্ষেত্রে আলাদা হেন্ডেল সিলিং মেশিন কেনা লাগবে।

সার্ভিসিংঃ  আমাদের এই মেশিনে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পুর্ন ফ্রী তবে পরিবিহন খরচ ক্রেতাকে দিতে হবে। বা যদি ছোটো খাটো কোনো সার্ভিসিং লাগে সেইক্ষেত্রে আমাদের সার্ভিসিং এর লোক আপনার কারখানায় গিয়ে মেশিন সার্ভিসিং করে দিয়ে আসবে। আসাযাওয়ার খরচ কেতার। 

মেশিনের উতপাদন ক্ষমতাঃ আমাদের এই মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মিনিটে ১৬০ পিছ। বা ঘন্টায় ৯৬০০ পিছ! তবে আপনাই চাইলে স্পিড কম করে চালাতে পারবেন। এতে মেশিনের কার্জক্ষমতা দীর্ঘদিন থাকবে।

মেশিন রানিং করার আগে আপনার যা যা প্রস্তুতি নিতে হবেঃ
  • নিরাপদ রোম নিতে হবে যাতে পানি, কুয়াসা, ধুলা বালি কোনো ভাবেই মেশিনে প্রবেশ না করে, রোমের সাইজ মিনিমাম চউরা ২০ ফিট ও লম্বা ৪০ ফিট হতে হবে। বড় রোম হলে বেশি ভালো। 
  • মেশিনের জন্য নিরাপদ বিদ্যুৎ থাকতে হবে যেমন আর্থিং, ভোল্টেজ স্টেবলাইজার, PF ইত্যাদি
  • পর্যাপ্ত ভেন্টিলেশন বা রোমের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে। অতিরিক্ত তাপমাত্রায় মেশিনে সমস্যা হতে পারে।
মেশিনের মূল্যঃ আমাদের এই মেশিনের মূল্য ২৩ লক্ষ ৬০ হাজার।
অর্ডার দেয়ার নিয়মঃ এই মেশিন আমাদের এখানে রেডি থাকেনা। মেশিন নেয়ার মিনিমাম ৩/৪ মাস আগে আমাদের অর্ডার দিতে হবে। অর্ডার দেয়ার ক্ষেত্রে ৩০% টাকা অগ্রিম দিতে হবে।

মেশিন নেয়ার আগে আপনার যা জানা দরকারঃ আমাদের এই মেশিন আমরা যেহেতু ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি তাই আমাদের এই মেশিন আমরা চায়না থেকে আনার পরেও আমাদের ওয়ার্কশপে কিছু মডিফাই করি। মডিফাই ছাড়া এই মেশিন ওয়ারেন্টি দেয়া সম্ভব না। যেহেতু মডিফাই করি তাই কিছু কিছু জিনিস আপনাদের পছন্দ নাও হতে পারে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
MS Machinery BD
imo 01933457710, whatsApp 01797498160
www.fb.com/msmachinerybd

মেশিনের ভিডিও দেখুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

Message via WhatsApp

আমাদের সাথে সরাসরি imo, WhatsApp, Facebook এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত)

Money Back

আমাদের পেমেন্ট করার ক্ষেত্রে সরাসরি Bank Transfer, Bkash, Nogod এ পেমেন্ট করতে পারবেন

Warranty

এক মাত্র আমরাই দেই মেশিনারিজের ১৮ মাসের ফ্রী সার্ভিসিং।