মশার কয়েল তৈরি করার মেশিন কিনলেই পাচ্ছেন ফ্রী প্রশিক্ষণ
আসসালামু আলাইকুম
আমরা মশার হাত থেকে বাচার জন্য নানান প্রকার কয়েল কিনে থাকি অর্থাৎ কয়েল আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস।
আপনি চাইলে আমাদের থেকে মেশিন কিনে এই লাভজনক ব্যবসা সুরু করতে পারেন। আমদের এই মেশিনের নাম '' সেমি অটো সিংগেল পাঞ্চ মশার কয়েলের মেশিনের '''
যা যা পাবেনঃ
* গাম মিক্সার
* মাস্টার মিক্সার
* রুটি মেকার
* অটো কাটিং
গাম মিক্সারঃ এই মেশিনে গরম পানি, ক্যামিকেল ইত্যাদি আগে মিক্স করতে হয় এই মেশিন ২২০/৪৪০ ভোল্ট বিদ্যুত এ চলবে। এই পেকেজে ৫০ কেজি মিকার পাবেন (এম এস)
মাস্টার মিক্সারঃ এই মেশিনে মূলত মিক্স করা গাম, কাঠের গুরা ইত্যাদি এক সাথে মিক্স করা লাগবে। এই মেশি ৪৪০ ভোল্ট বিদ্যুত লাগবে
রোটি মেকারঃ এই মেশিনেরর কাজ হচ্ছে কয়েল এর খামির প্রেস করে রোটির মত পাতলা করে বের করা যাতে কাটিং মেশিন সেটা কেটে কয়েল তৈরি করতে পারে। এই মেশিন চালাইতে ৪৪০ ভোল্ট বিদ্যুৎ এ চলে
অটো কাটিং মেশিনঃ এই মেশিন ২২০ ও ৪৪০ ভোল্ট ২ ভাবেই চালানো যায়। এই মেশিনের কাজ হচ্ছে রুটি কেটে কয়েলের সেপ দেওয়া।

প্রডাকশনঃ
আমাদের এই মেশিনে অভিজ্ঞ লোক হলে মিনিটে ১৫/২৫ পিছ কয়েল তৈরি করতে পারবেন।
সার্ভিস ঃ
মেশিন নিলে আপনার লোক দের আমাদের লোক প্রশিক্ষণ দিয়ে আসবে। ১ দিনেই সম্ভব
সেটাপ ও প্রশিক্ষনঃ
মেশিন আমাদের অফিস/কারখানা থেকে আপনার লোকেশনে নেয়ার ট্রান্সপোর্ট খরচ আপনাকে দিতে হবে। আমাদের লোক আপনার কারখায়ায় গিয়ে মেশিন রেডি করে চালিয়ে দেখিয়ে আসবে। সেটাপ করতে ১ দিন থেকে ১ মাস লাগতে পারে। এইটা নির্ভর করে আপনার এলাকার কন্ডিশন এর উপর। সেটাপ করার আগে আপনাকে বিদ্যুত এর লাইন ও নির্ধারিত যায়গা রেডি রাখা লাগবে।
এক সাথে এই মেশিন পাঠানো সম্ভব না তাই ২/৪ বারে মেশিন পাঠানো হবে টুকরা করে।
যায়গাঃ
এই মেশিন রাখার জন্য ২০ x ৪০ বা ৮০০ স্কয়ার ফুট যায়গা লাগবে। তবে কাঁচামাল ও চলাফেরার সুবিদার জন্য আরো বড় রোম হলে সুবিধা হবে।
বিদ্যুৎঃ
এই মেশিন চালানোর জন্য ৪৪০ ভোল্ট বিদ্যুৎ লাগবে।
লাভ কেমন?
এই মেশিনে যেহেতু প্রতি ঘন্টায় ২৫০০ পিছের মত প্রডাকশন হয় ত ৮ ঘন্টাও যদি কাজ করেন তাহলে ২০,০০০ পিছ কয়েল তৈরি সম্ভব। আপনি যদি প্রতি কয়েলে ৫০ পয়সা করেও লাভ করেন তাও আপনার প্রতিদিন ইনকাম আছে প্রায় ১০,০০০ টাকা। ( বিদ্যুৎ বিল ও শ্রমিক খরচ বাদ দিবেন)
এই হিসেবে মাসে আসতিছে ৩০০,০০০ টাকা। তবে
প্রতিদিন ২০ হাজার পিছ কয়েল তৈরি করতে আপনার সর্বোচ্য ৫ জন শমিক লাগবে। মাসে যদি আপনার শ্মিক দের ৯০০০ টাকা বেতন দেন ত মাসে (৯০০০ x ৫ = ৪৫০০০ টাকা) বেতন।
মার্কেটিং ও বিদ্যুৎ বিল এই সে মিলে আরো ২০,০০০ টাকা বাদ দিন।
তাহলেও আপনার মাসে ইনকাম থাকবে ৩০০,০০০ - (৪৫,০০০ + ২০, ০০০) টাকা বা ২৩৫,০০০ টাকা
আপনি চাইলে ৫০ পয়সার জায়গায় আরো কম বা বেশি রেইট বসিয়ে ইনকাম কমাতে বাড়াতে পারবেন।
এই মেশিন সেটের মূল্য মাত্র ১০,৫০,০০০ টাকা ( ১০ লক্ষ ৫০ হাজার টাকা
এই মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ****************************************************** MS Machinery Rajendrapur Rail Gate, Gazipur
(imo) 01933457710, WhatsApp 01797498160 ******************************************************
.
আপনার আলাদা কিনা লাগবেঃ
* কয়েল রাখার ট্রে
* যদি তারাতারি শুখাইতে চান তাহলে ড্রায়ার লাগবে।
* পানি গরম করার জন্য বয়লার কিনলে কিনতে পারেন বা ড্রামেও পানি গরম করা যায় এইটা তেমন কোনো সমস্যা না।
* টুক টাক যন্ত্রপাতি
* টুক টাক মেডিক্যাল আইটেম ( প্রাথমিক চিকিৎসার)